ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষা উপমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষা উপমন্ত্রী শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শুভেচ্ছা জানান ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন

চট্টগ্রাম: বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরীর গড়া  প্রিমিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাস পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (১৮ জানুয়ারি) বিকালে ক্যাম্পাসে গেলে তাকে ফুল অভিনন্দন জানানো হয়। এসময় উপমন্ত্রীকে ইউনিভার্সিটির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

এর আগে জিইসি মোড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি ভবনে সিন্ডিকেট সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য এবং সিন্ডিকেট চেয়ারম্যান অধ্যাপক ড. অনুপম সেন।

সভায় বিগত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন, সমাবর্তন, প্রশাসনিক ও অ্যাকাডেমিক বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত সদস্য অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক, সিন্ডিকেটের সদস্যসচিব ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, সদস্য অধ্যাপক ড. মোহীত উল আলম, অধ্যাপক ড. তৌফিক সাঈদ, সহযোগী অধ্যাপক এম মঈনুল হক, ডেপুটি রেজিস্ট্রার খুরশিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad