ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশে আসছে বিশ্বের ৫ দেশের বিখ্যাত ক্বারি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
বাংলাদেশে আসছে বিশ্বের ৫ দেশের বিখ্যাত ক্বারি  বাংলাদেশে আসছে বিশ্বের ৫ দেশের বিখ্যাত ক্বারি 

চট্টগ্রাম: প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯ তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন। ৮ ফেব্রুয়ারি ঢাকার বায়তুল মোকাররম এবং ৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্লাজায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

এতে মিশর, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ইরান, ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত ক্বারিরা কেরাত পরিবেশন করবেন।

দেশের অন্যতম শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলির সহায়তায় আন্তর্জাতিক কুরআন তেলওয়াত সংস্থার (ইকরা) উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করছে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ।

আঞ্জুমান-এ-রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্ট, গাউছিয়া কমিটি বাংলাদেশ সহযোগিতা করছে। প্রতিদিন বাদ আসর বাংলাদেশের এবং বাদ মাগরিব বিদেশি ক্বারীরা কেরাত পরিবেশন করবেন।
 

কেরাত সম্মেলনকে সফলভাবে সম্পন্ন করতে বুধবার (১৬ জানুয়ারি) রাতে জমিয়াতুল ফালাহ মসজিদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আগামী ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

 কেরাত সম্মেলন সফল করতে সবার সহযোগিতা কামনা করে সুফি মো. মিজানুর রহমান বলেন, একমঞ্চে বিশ্বে একাধিক ক্বারী কেরাত পরিবেশনের ঘটনা বিরল। এমন সুযোগ সহজে পাওয়া যায়না। তাই আন্তর্জাতিক ক্বারীদের কেরাত শুনতে ধর্মপ্রাণ মুসলমানগণ ছুটে আসবে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।  
জানা গেছে, সম্মেলনে মিশরের শাইখ ইয়াসির শারকাউদ, দক্ষিণ আফ্রিকার আব্দুর রহমান সাদিয়ান, তুরস্কের ইয়াশার চৌহাদার, ইরানের হামীদ শাকের নেজাদ, ফিলিপাইনের নুমান পিথবায়া, বাংলাদেশের আহমদ বিন ইউসুফ আল আযহারী কেরাত পরিবেশ করবেন।  

প্রস্তুতি সভায় আঞ্জুমান-এ-রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মো. এহসিন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ সিরাজুল হক, আঞ্জুমান সিউিরিটি ফোর্সের প্রধান সাদেক হোসেন পাপ্পু, জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব কারী আবু তালেব মোহাম্মদ বেলাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জাফর উল্লাহ, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সৈয়দ মো. জালাল উদ্দিন আল আযহারী, শাহাদাতে কারবালা মাহফিলের সদস্য অধ্যাপক কামাল উদ্দিন, জাফর আহমেদ সওদাগর, আবদুল হাই মাসুম, দিলশাদ আহমেদ, হাফেজ জালাল উদ্দিন, হাফেজ মো. আহমদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮

জেইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।