ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাস্তা পার হতে গিয়ে জীবনের ওপারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
রাস্তা পার হতে গিয়ে জীবনের ওপারে নিহত সোমার মা কুমকুম বড়ুয়ার আহাজারি। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: কলেজে যাওয়ার উদ্দেশ্যে সকালে বের হন বাসা থেকে। বাসযোগে কোতোয়ালীর মোড়ে নেমে পার হচ্ছিলেন রাস্তা। কিন্তু কে জানতো, রাস্তা পার হতে গিয়ে নিজেই চলে যাবেন জীবনের ওপারে।

সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোমা বড়ুয়ার (১৮) মর্মান্তিক মৃত্যু কাঁদিয়েছে সবাইকে। পরিবারে তিন বোনের মধ্যে সবার ছোট সোমা।

বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরের কোতোয়ালী মোড়ে কাভার্ড ভ্যান চাপায় তিনি প্রাণ হারান। সোমা বড়ুয়া চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার বড়ুয়া পাড়ার রূপায়ন বড়ুয়ার মেয়ে।

তাদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলায়।

নিহত সোমা বড়ুয়ার স্বজনদের আহাজারি।  ছবি: উজ্জ্বল ধরচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, সোমার স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। লাশ ঘরের সামনে সোমার মা কুমকুম বড়ুয়াকে বুকে চেপে রেখে কান্না থামানোর চেষ্টা করছেন স্বজনরা। কিন্তু কোনোমতেই তার কান্না থামছে না। খবর পেয়ে সোমার সহপাঠীরাও হাসপাতালে ভিড় করেন।

এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি ও ঘাতক চালক জসিম উদ্দীনকে আটক করেছে। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, মরদেহ ময়না তদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সোমার সহপাঠীরা বন্ধুকে হারিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন। নগরে দিনের বেলায় ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধে আইন কার্যকর করার জন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ঝর্ণা খানম বাংলানিউজকে বলেন, সোমা বড়ুয়ার মৃত্যুর ঘটনা মর্মান্তিক। তিল-তিল করে বেড়ে ওঠা একটি স্বপ্নের এমন অপমৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।