ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহরের পীর মাওলানা জালাল উদ্দিন আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
হালিশহরের পীর মাওলানা জালাল উদ্দিন আর নেই

চট্টগ্রাম: নগরের হালিশহরের মুনিরনগর দরবারের পীরে মোকাম্মেল মাওলানা কাজী সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন আর নেই। মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৫ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য ভক্ত, মুরিদ ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বুধবার (১৬ জানুয়ারি) জোহর নামাজের পর হজরত হাফেজ ‍মুনির উদ্দিন (র.) মাজার কমপ্লেক্সে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সৈয়দ মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিনের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

 

শোক জানিয়েছেন সাবেক মেয়র এম মনজুর আলম ও সীতাকুণ্ড থেকে নির্বাচিত সংসদ সদস্য দিদারুল আলম।

তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সিলসিলার আশেকদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন বন্দর আসনের সংসদ সদস্য এমএ লতিফ।

শোকবার্তায় তিনি বলেন, দলমত-নির্বিশেষে সব শ্রেণির মানুষের কাছে একজন সৎ ও গ্রহণযোগ্য মানুষ হিসেবে আলোর পথে দিকনির্দেশনা দিয়ে গেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ জালাল উদ্দিন। এ আলেমের মৃত্যুতে চট্টগ্রামবাসী একজন পথপ্রদর্শককে হারিয়েছে।    

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad