ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সৌরবাতিতে আলোকিত মোনাই ত্রিপুরা পল্লী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
সৌরবাতিতে আলোকিত মোনাই ত্রিপুরা পল্লী ত্রিপুরা পল্লী সৌরবাতির আলোয় আলোকিত

চট্টগ্রাম: হাটহাজারীর ফরহাদাবাদের পশ্চিম উদালিয়ার মোনাই ত্রিপুরা পল্লী। সেখানে বেড়া ও টিনের তৈরি ছোট ছোট ঘরে ৫৫ পরিবারের বসবাস। এতোদিন এই পল্লীর মানুষের অন্ধকারের আলো বলতে ছিল কেরোসিনের বাতি। এখন সেখানে শোভাপাচ্ছে সৌরবাতির আলো।

সোমবার (১৪ জানুয়ারি) ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে ওই অঞ্চলে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়।

ত্রিপুরা পল্লী সৌরবাতির আলোয় আলোকিতহাটহাজারী উপজেলা প্রশাসন সূত্র মতে, পশ্চিম উদালিয়ার মোনাই ত্রিপুরা পল্লীতে ৫৫ পরিবারের ৩৭৫ জন লোক বসবাস করেন।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে প্রত্যেক ঘরে এ সৌরবিদ্যুতের সংযোগ দেওয়া হয়। প্রত্যেক পরিবার তিনটি বাতি ও একটি মোবাইল চার্জ দিতে পারবে এ সৌরবিদ্যুতের মাধ্যমে।

হাটহাজারী উপজেলা ইউএনও রুহুল আমিন বাংলানিউজকে বলেন, তারা একটানা তিনবছর ফ্রি সার্ভিসে এ সৌরবিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।