ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে সড়কে !

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে সড়কে ! নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে সড়কে !

চট্টগ্রাম: নগরের দেওয়ানবাজারে নির্মাণাধীন একটি চার তলা ভবনের তিন তলার দেয়াল ভেঙে রাস্তায় পড়েছে। সোমবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর স্থানীয় কাউন্সিলর অফিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভবনটি দেওয়ানাবাজারের জেলে পাড়ার সিএন্ডবি কলোনীর বাই লেনের পাশে নির্মাণাধীন। ওই ভবনের মালিক সুজন দাস নামে এক ব্যক্তি।

প্রত্যক্ষদর্শী ও আশপাশের বাসিন্দারা জানান, দেয়াল ভেঙে পড়ার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে ।

নির্মল দাশ নামে এক বাসিন্দা বাংলানিউজকে বলেন, ওই ভবনের নিচে প্রতিদিন অনেক বাসিন্দা বসে আড্ডা দেয়। ভবনের নিচে সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বাসিন্দারা যাতায়াত করে।

এদিকে ভবনের নির্মাণের সময় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা থাকলেও তা মানছেন অনেকে।

এব্যাপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বাংলানিউজকে বলেন, ভবন নির্মাণের অনুমতি দেওয়ার সময় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯

এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।