ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে স্মার্ট কার্ড বিতরণ ফেব্রুয়ারিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
হাটহাজারীতে স্মার্ট কার্ড বিতরণ ফেব্রুয়ারিতে

চট্টগ্রাম: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে হাটহাজারী উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। ইতোমধ্যে ২ লাখ ৮৯ হাজার ভোটারের স্মার্ট কার্ড উপজেলা নির্বাচন অফিসে পৌঁছেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘কার্ড এসেছে। ডাটাবেজ তৈরির কাজ চলছে।

ফেব্রুয়ারির শুরুতে শুরু হবে বিতরণ। ’

‘উপজেলায় ১৫টি ইউনিয়নে ভোটার রয়েছে ৩ লাখ ৭ হাজার ৩৪০ জন।

প্রতি ইউনিয়নে নির্দিষ্ট বিতরণ কেন্দ্রে ২ থেকে ৩ দিন কার্ড বিতরণ হবে। প্রথম দফায় পৌরসভার ভোটাররা কার্ড পাবেন। ’

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, হাটহাজারীর স্মার্ট কার্ড নির্বাচনের আগে এসেছে। তখন কার্ড বিতরণ বন্ধের নির্দেশনা ছিল।

‘রোববার (১৩ জানুয়ারি) ইসি কার্ড বিতরণ কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে। তাই আবারও বিতরণ শুরু হচ্ছে। ’

এর আগে নগর ও আনোয়ারা উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ শেষ হয়। হাটহাজারী ছাড়া বাকী ১৩টি উপজেলার ভোটারদের স্মার্ট কার্ড এখনো আসেনি।

যেভাবে পাবেন স্মার্ট কার্ড

নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আইরিশ (চোখের ছাপ) ও আঙুলের ছাপ দিয়ে স্মার্ট কার্ড তুলতে পারবেন ভোটাররা। সঙ্গে কাগজে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র নিতে হবে।

যারা লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন, তাদের যেকোনো সোনালি ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত ফি জমা দিয়ে বিতরণ কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে রশিদ জমা দিতে হবে। তারপর স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে।

যেসব ব্যক্তি লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র পাননি, কিন্তু নিবন্ধন স্লিপ আছে, তাদের মূল নিবন্ধন স্লিপসহ নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে।

অন্যদিকে যাদের নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে, তারা পরিচয় নিশ্চিতের পাশাপাশি রেজিস্টারে নাম, পরিচয়পত্র নম্বর ও স্বাক্ষর দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করবেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯

এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।