ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অর্থ আত্মসাতের দায়ে ৩ ব্যাংক কর্মকর্তাকে থানায় সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, জানুয়ারি ১৪, ২০১৯
অর্থ আত্মসাতের দায়ে ৩ ব্যাংক কর্মকর্তাকে থানায় সোপর্দ অর্থ আত্মসাতের দায়ে আটক পূবালী ব্যাংক চকবাজার শাখার ৩ কর্মকর্তা। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: অর্থ আত্মসাতের দায়ে পূবালী ব্যাংক চকবাজার শাখার ৩ কর্মকর্তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে চকবাজার থানা পুলিশের হাতে তাদের তুলে দেন পূবালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম।

আটকরা হলেন-ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী (৪২), জুনিয়র অফিসার ইকরামুল রেজা রেজভী (৩৪) এবং অফিসার (কম্পিউটার) চন্দন দে (৩৩)।

পুলিশ জানায়, ১২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের দায়ে উপ মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম বাদি হয়ে ওই তিন কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বাকি ৪জন গ্রাহক পলাতক আছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।