ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে অজ্ঞাত শিশু রোগীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১০, জানুয়ারি ১৪, ২০১৯
চমেক হাসপাতালে অজ্ঞাত শিশু রোগীর মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন এক অজ্ঞাত শিশু রোগীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে তার মৃত্যু হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বাংলানিউজকে শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

শিশুটির আনুমানিক বয়স ১২।

ফেনী থেকে গুরুতর আহত অবস্থায় রোববার সকালে তাকে হাসপাতালে আনা হয়। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ওই শিশুর।

ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।