ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রফতানি পণ্য চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
রফতানি পণ্য চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার রফতানি পণ্য চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রফতানি পণ্য চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পু্লিশ।

শনিবার (১২ জানুয়ারি) ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

গ্রেফতার চারজন হলেন- রাজীব হাওলাদার (২৮), রানা হাওলাদার (২৪), জাহাঙ্গীর হোসেন (৩৭) ও মো. শহিদুল ইসলাম (৫০)।

ওসি উৎপল বড়ুয়া বাংলানিউজকে বলেন, রফতানির জন্য ঢাকা থেকে পতেঙ্গা এলাকার ডিপোতে পাঠানো ১ হাজার ১ কার্টন পণ্য থেকে ৬ হাজার ৭০৪ পিস পণ্য চুরি করে আসামিরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন রফতানিকারক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা।

আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।