ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাদ্রাসাশিক্ষক খুনের দায় স্বীকার আদালতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
মাদ্রাসাশিক্ষক খুনের দায় স্বীকার আদালতে

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে মাদ্রাসাশিক্ষক এমরান হোসেন রিয়াদ খুনের ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আসামি মো. রিফাত।

শনিবার (১২ জানুয়ারি) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালতে তিনি জবানবন্দি দেন বলে বাংলানিউজকে জানিয়েছেন জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া।

আদালত সূত্র জানায়, জবানবন্দিতে রিফাত ছুরিকাঘাতে নির্মম এ হত্যাকাণ্ডের বর্ণনা দেন।

তিনিসহ ৫ জন মিলে ওই শিক্ষককে হত্যা করেন বলে জানান।

এর আগে ভোরে সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে নিজ বাড়ি থেকে মো. রিফাতকে (২৫) গ্রেফতার করে সীতাকুণ্ড থানা পুলিশ।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিফাতকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালতে হাজির করে পুলিশ।

০৮ জানুয়ারি ভোরে বাড়বকুণ্ডে রেলওয়ের পরিত্যক্ত একটি কলোনিতে মাদ্রাসাশিক্ষক এমরান হোসেন রিয়াদকে (২৮) ছুরিকাঘাতে খুন করা হয়।

রিয়াদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে। তিনি সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার শিক্ষক। বাড়বকুণ্ডে তিনি ভাড়া বাসায় থাকতেন।     

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।