ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘শিক্ষার্থীরাই ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সম্পদ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
‘শিক্ষার্থীরাই ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সম্পদ’ ইডিইউ’র ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা।

চট্টগ্রাম: ‘শিক্ষার্থীরাই আমাদের সম্পদ। মনোরম ক্যাম্পাস, নানা সুযোগ-সুবিধা; এসব শিক্ষার্থীদের সাজিয়ে তোলার অলংকার মাত্র।’

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্প্রিং-২০১৯ সেমিস্টারের ওরিয়েন্টেশন ক্লাসে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহা এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় ইডিইউ’র স্থায়ী ক্যাম্পাসে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় অনেক বড় একটি ক্যানভাস। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের এ বিশালত্বকে ধারণ করতে শেখায়।

দুর্বলতা কাটিয়ে বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে তোলে ইডিইউ। ’

এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি বোর্ডের সদস্য সৈয়দ শফিকউদ্দীন আহমেদ, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, স্কুল অব লিবারেল আর্টসের ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. মো. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, প্রক্টর অনন্যা নন্দী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।