ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সওজের কোটি টাকার জায়গা দখলমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
সওজের কোটি টাকার জায়গা দখলমুক্ত সওজের কোটি টাকার জায়গা দখলমুক্ত

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দখল হওয়া কোটি টাকার জায়গা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই জায়গা থাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

ইউএনও রুহুল আমিন বাংলানিউজকে বলেন, সড়কের পাশে সওজের কিছু জায়গায় স্থানীয় সাজ্জাদ নামে এক ব্যক্তি স্থাপনা নির্মাণ শুরু করে।

জায়গাটি আনুমানিক মূল্য এক কোটি টাকা। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে অভিযান চালিয়ে জায়গাটি দখলমুক্ত করা হয়।

‘এ ছাড়া ওই জায়গার পাশে মুক্তিযোদ্ধাদের গোরস্থান রয়েছে। জায়গাটি দখল হয়ে যাওয়ার কারণে গোরস্থানে যাওয়ার পথ প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ’ বলেন রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো:মোরশেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯

এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।