ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিপ্লবী বিনোদ বিহারীর জন্মদিন আজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
বিপ্লবী বিনোদ বিহারীর জন্মদিন আজ

চট্টগ্রাম: ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব এবং জালালাবাদ যুদ্ধের অকুতোভয় যোদ্ধা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ১০৯তম জন্মদিন আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি)।

জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবী ভোক্তা অধিকার সংগঠন কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ (সিআরবি)’র উদ্যোগে সকালে বলুয়ার দীঘি মহাশ্মশানে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে স্মরণ করা হয় এই বিপ্লবীকে।

বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে সন্ধ্যা ৬টায় বিপ্লবী বিনোদ বিহারীর জন্মদিন উপলক্ষে সভা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকল দাতা, আজীবন সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদার ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।

এছাড়া বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সিআরবি’র আয়োজনে বিনোদ বিহারীর জন্মোৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রয়াত এই বিপ্লবীর জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘অগ্নিপুরুষ’ প্রদর্শন করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।