ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘জনচিন্তায়’ সংবর্ধনা নিচ্ছেন না ভূমিমন্ত্রী জাবেদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪১, জানুয়ারি ১০, ২০১৯
‘জনচিন্তায়’ সংবর্ধনা নিচ্ছেন না ভূমিমন্ত্রী জাবেদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

চট্টগ্রাম: জনগণের দুর্ভোগ লাঘবে পূর্ব নির্ধারিত চট্টলবাসীর অভ্যর্থনা-সংবর্ধনা নিচ্ছেন না ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ আয়োজন নির্ধারিত ছিলো।

বিষয়টি জানিয়েছেন ভূমিমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) রিদাউনুল করিম সায়েম।

এজন্য মন্ত্রী সব নেতা-কর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীর কাছে দুঃখ প্রকাশ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ভূমিমন্ত্রী চট্টগ্রাম আসবেন।

তার আগমন উপলক্ষে আনোয়ারা-কর্ণফুলী আসনের লোকজনসহ চট্টগ্রামবাসী বিমান বন্দরে সংবর্ধনার আয়োজন করেছিলেন। কিন্তু তিনি কোনো সংবর্ধনা নেবেন না বলে জানিয়েছেন।  

আনোয়ারা আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, ভূমিমন্ত্রীর নির্দেশে দলের পক্ষ থেকে ভাড়া করা সব যানবাহন (ট্রাক-বাস) বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
জেডএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।