ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বর্ণাঢ্য আয়োজনে বোধনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
বর্ণাঢ্য আয়োজনে বোধনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বর্ণাঢ্য আয়োজনে বোধনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চট্টগ্রাম: বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বোধন আবৃত্তি পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৯ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে আবৃত্তি, গান, আড্ডা এবং স্মৃতিচারণের আয়োজন করা হয়।

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের স্থায়ী পরিষদ সদস্য আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ারের সঞ্চালনায় এতে ডা. চন্দন দাশ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, শান্তনু বিশ্বাস, ড. কুন্তল বড়ুয়া, দীপ্তি রক্ষিত, প্রকৌশলী দেলোয়ার মজুমদার  প্রমুখ বক্তব্য দেন।

ফুলেল শুভেচ্ছা জানায় প্রমা আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, অযান্ত্রিক বাচিক সংগঠন, বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, গ্রুপ থিয়েটার ফেডারেশন, ত্রিতরঙ্গ আবৃত্তি সংগঠন, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, তারুণ্যের উচ্ছ্বাস ও একুশ আবৃত্তি সংগঠন।

ফুলেল ভালোবাসা গ্রহণ করেন অ্যাডভোকেট সুভাষ চক্রবর্তী, পঞ্চানন চৌধুরী, সুজিত রায়, প্রণব চৌধুরী, জাভেদ হোসেন, সুবর্ণা চৌধুরী।

শুভেচ্ছা ও কথামালার ফাঁকে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী কাবেরী সেনগুপ্তা, দেবলীনা চৌধুরী, রুদ্র বড়ুয়া, অনুরাধা শর্মা ও রিষু তালুকদার।

আবৃত্তি পরিবেশনা করেন অজান্তা দাশ, শারদীয়া, অংকিতা, প্রজ্ঞা পারমিতা, প্রিয়ন্তী বড়ুয়া।

১৯৮৭ সালের ৯ জানুয়ারি বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সীমাহীন বাধা পেরিয়ে সংগঠনটি আবৃত্তি শিল্প সংশ্লিষ্ট বিষয়ে দেশজুড়ে অবদান অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।