ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে পানি শোধনাগার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
চমেক হাসপাতালে পানি শোধনাগার চমেক হাসপাতালে পানি শোধনাগার উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা।

চট্টগ্রাম: চিকিৎসা নিতে আসা রোগীদের বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে বিশুদ্ধ খাবার পানি শোধনাগার।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এর সৌজন্যে স্থাপিত বিশুদ্ধ পানি শোধনাগার উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দীন আহমদ।

তিনি কেএসআরএম এর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী পান্না, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আক্তারুল ইসলাম, রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডা. তৈয়ব সিকদার, সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা, নির্বাহী সদস্য মুজিবুল হক সিদ্দিকী, সমাজসেবা অফিসার তানজিনা আফরিন।

কেএসআরএম এর পক্ষে উপস্থিত ছিলেন মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল আলম, সিনিয়র মেডিকেল কনসালটেন্ট ডা. মেজবাহ উদ্দিন আহমেদ, ব্রান্ড সমন্বয়ক মো. মনিরুজ্জামান রিয়াদ, সিনিয়র অফিসার মিজান-উল হক, জুনিয়র অফিসার সাদ মো. আফতাব হোসেন, অফিসার (ক্রয় বিভাগ) মো. মোয়াজ্জেম।

কেএসআরএম এর মানবসম্পদ ও প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক সৈয়দ নজরুল আলম বলেন, কেএসআরএম ব্যবসার পাশাপাশি সমাজসেবায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। চমেক হাসপাতালে বিশুদ্ধ পানি শোধনাগার স্থাপন সেই ধারাবাহিকতার অংশ।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।