ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চিটাগাং কো-অপারেটিভ হাউজিংয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৯
চিটাগাং কো-অপারেটিভ হাউজিংয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা ...

চট্টগ্রাম: জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা করেছে দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড।

মঙ্গলবার (৮ জানুয়ারি)এমএ আজিজ স্টেডিয়াম চত্বরে বেলুন উড়িয়ে মোটর শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সোসাইটির সভাপতি আ জ ম নাছির উদ্দীন।

 এরপর ব্যানার, ফেস্টুন, প্লে-কাড সজ্জ্বিত শোভাযাত্রাটি সিআরবি শিরিষতলা, পলোগ্রাউন্ড, টাইগারপাস, ওয়াসা, জিইসি, ২নং গেইট হয়ে নাসিরাবাদ সোসাইটির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 উদ্বোধনকালে মেয়র বলেন, ১৯৫১ সালে দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৬৭ বৎসর ধরে প্রতিষ্ঠানটি আবাসন নিশ্চিতে কাজ করছে।

এর পুরস্কার স্বরূপ প্রথমবারের মত দেশের শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সমবায় পুরষ্কারে ভূষিত হল প্রতিষ্ঠানটি।  

এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছ, সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ রফিকুল আনোয়ার, আলাউদ্দীন আলম, জেডএস মো. বখতেয়ার, মো. শাহ আলম প্রমূখ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।