ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইডিইউ’র প্রথম সমাবর্তন ফেব্রুয়ারিতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৯, জানুয়ারি ৯, ২০১৯
ইডিইউ’র প্রথম সমাবর্তন ফেব্রুয়ারিতে

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। খুলশীস্থ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এতে অংশগ্রহণের জন্য গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।
 
গ্র্যাজুয়েটরা ওয়েবসাইটে http://convocation.eastdelta.edu.bd রেজিস্ট্রেশন করতে পারবেন।

এছাড়া সমাবর্তন সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।

এ ব্যাপারে ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়াম্যান সাঈদ আল নোমান বলেন, সমাবর্তন প্রত্যেক গ্র্যাজুয়েটের স্বপ্ন।

অবশেষে ইডিইউ গ্র্যাজুয়েটদের সেই স্বপ্ন আমরা পূরণ করতে যাচ্ছি।

তিনি বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শুধু স্বপ্ন দেখানোতে সীমাবদ্ধ থাকে না, সেই স্বপ্ন পূরণও করে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।