ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে নজির আহমদ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৯, জানুয়ারি ৯, ২০১৯
বাঁশখালীতে নজির আহমদ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ ...

চট্টগ্রাম: বাঁশখালীর বিভিন্ন ওয়ার্ডে মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে বাঁশখালীর জলদী হোছাইনীয়া মাদ্রাসায় দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক ও ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপির পক্ষে প্রতিনিধিরা এসব শীতবস্ত্র বিতরণ করেন।

উপস্থিত ছিলেন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী, ব্যবসায়ী মাওলানা হামেদ সওদাগর, সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইসহাক, ট্রাস্টের প্রতিনিধি মাস্টার ফেরদৌস আক্তার, মাওলানা শাহাবুদ্দিন, মাস্টার মাহফুজ, হাসমত আলী, শফিকুর রহমান প্রমুখ।

দীর্ঘদিন ধরে বাঁশখালীর মাস্টার নজির আহমদ ট্রাস্ট শীতবস্ত্র বিতরণ, ভিক্ষুক পুর্নবাসন, চিকিৎসা সহায়তা, মসজিদ-মন্দির নির্মানে সহায়তা, পানি সংকট নিরসন, বিনামূল্যে বই বিতরণসহ গ্রামীন অবকাঠামো নির্মাণে ভূমিকা পালন করে আসছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।