ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসাশিক্ষক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, জানুয়ারি ৮, ২০১৯
দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসাশিক্ষক নিহত

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাদ্রাসাশিক্ষক এমরান হোসেন রিয়াদ (২৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) ভোররাতে রেলওয়ের পরিত্যক্ত কলোনিতে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে রাতে কিছু ভেঙে ফেলার শব্দে রিয়াদের বাবা দরজা খুলে বের হন।

এ সময় তিনি দেখতে পান সিকিউরিটি লাইট ভেঙে ফেলেছে কিছু যুবক। তখন কথা কাটাকাটির একপর্যায়ে পাশের ঘর থেকে রিয়াদ বের হন।
এ সময় রিয়াদের মা চিৎকার করলে গলায় ছুরি ঠেকায় একজন হামলাকারী। রিয়াদ বাধা দিলে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

হামলাকারীরা মাদকসেবী ধারণা করে ওসি বলেন, হতে পারে ওই পরিত্যক্ত জায়গায় রিয়াদ মাদকসেবীদের বাধা দিয়েছিল। তাই তারা ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ফুফাত ভাই জানান, রিয়াদের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে। তিনি সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার শিক্ষক। বাড়বকুণ্ডে তারা ভাড়া বাসায় থাকতেন।     

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।