ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে লরিচাপায় নিহত ২  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, জানুয়ারি ৮, ২০১৯
চট্টগ্রামে লরিচাপায় নিহত ২   নিহতের স্বজনদের আহাজারি। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ইপিজেড মোড়ে লরিচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  
 
দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মধ্যে একজন বরগুনার রাজু মিয়া (৪০) বলে জানা গেছে।

তবে প্রাথমিকভাবে নিহত অপর ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।  

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, ইপিজেড মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়।

এ সময় লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল  হাসপাতালে পাঠানো হয়।  

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পু্লিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, লরিচাপায় গুরুতর আহত দুইজনকে ভোর ৬টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
 এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।