ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রার্থী চূড়ান্ত ঐক্যফ্রন্টের, মঙ্গলবার সমন্বয়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
প্রার্থী চূড়ান্ত ঐক্যফ্রন্টের, মঙ্গলবার সমন্বয়ের

চট্টগ্রাম: ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন ‘আইনজীবী ঐক্যফ্রন্ট’ ইতিমধ্যে প্রার্থী চূড়ান্ত করেছে। তবে একই পদে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সংগঠন ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’।

প্রার্থী নির্ধারণে মঙ্গলবার (৮ জানুয়ারি) স্টিয়ারিং কমিটির বৈঠক ডেকেছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। বৈঠকে সিনিয়র সহ-সভাপতি ছাড়া বাকি ১৮টি পদে প্রার্থী বেছে নেবেন তারা।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সদস্য সচিব অ্যাডভোকেট মো. ইয়াছিন খোকন বাংলানিউজকে জানান, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তিনজন। তারা হলেন- অ্যাডভোকেট আবু মো. হাশেম, অ্যাডভোকেট হুমায়ুন আক্তার মোস্তাক ও অ্যাডভোকেট মোক্তার আহমেদ।

সাধারণ সম্পাদক পদে সাবেক জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আবুল হাশেম, দুদকের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, অ্যাডভোকেট সৈয়দ কামাল উদ্দিনসহ সাতজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।

জানা যায়, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দৌড়ে এগিয়ে অ্যাডভোকেট মো. আবুল হাশেম, অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত ও অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু। তবে সরকার সমর্থক আইনজীবীদের পক্ষ থেকে কোন পদে কে মনোনয়ন পাচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হবে মঙ্গলবার বিকেল পর্যন্ত।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি ছাড়া অন্যান্য পদে রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্য থেকে মঙ্গলবার প্রার্থী বেছে নেবে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নেতারা।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘মঙ্গলবার বৈঠকে সিদ্ধান্ত হবে কোন পদে কে প্রার্থী হচ্ছেন। স্টিয়ারিং কমিটির সদস্যদের ভোটে প্রার্থী নির্ধারিত হবে। ’

এদিকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব কয়টি পদে প্রার্থী চূড়ান্ত করেছে আইনজীবী ঐক্যফ্রন্ট।

আইনজীবী ঐক্যফ্রন্ট থেকে সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মো. কাশেম চৌধুরী।

এছাড়া মনোনয়ন পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. ইসহাক, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আজিজুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কবির হোসাইন, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট রফিকুল আলম, পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট আলী আকবর সানজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট জেবুন্নাহার লীনা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট হেলাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্যের ১০টি পদে অ্যাডভোকেট নাছির উদ্দিন রুবেল, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন বাবু, অ্যাডভোকেট মনজুর হোসেন, অ্যাডভোকেট আলী ইয়াছিন, অ্যাডভোকেট অলি আহমদ, অ্যাডভোকেট তাপসী তহুরা, অ্যাডভোকেট আবদুল জব্বার, অ্যাডভোকেট নাজমুল হাসান, অ্যাডভোকেট জয়নাল আবেদীন সম্রাট ও অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন।

আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের তালিকা বাংলানিউজকে নিশ্চিত করেছেন আইনজীবী ঐক্যফ্রন্ট চট্টগ্রামের সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী।

অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সব কয়টি পদে আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।