ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নালা-ফুটপাত দখল করায় জরিমানা  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
নালা-ফুটপাত দখল করায় জরিমানা   চট্টগ্রাম সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম: নগরের লাভলেন ও আগ্রাবাদ কমার্স কলেজ সড়কের নালা ও ফুটপাত দখল করে গড়ে তোলা ১৫টি স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করেছে সিটি করপোরেশন।

রোববার (০৬ জানুয়ারি) করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে অবৈধভাবে পণ্যসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার লাভলেনের বিউটি হার্ডওয়ারকে ৫ হাজার টাকা, কমার্স কলেজ সড়কের মামা স্টোর, ক্যানন ফটোস্ট্যাট, হীরা এন্টারপ্রাইজ, গৌরী এন্টারপ্রাইজ ও প্রাইম এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।