ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম পাচ্ছে চার মন্ত্রী-উপমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৬, জানুয়ারি ৬, ২০১৯
চট্টগ্রাম পাচ্ছে চার মন্ত্রী-উপমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলের ৪ মন্ত্রী

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হওয়ার পর ৭ দিনের মাথায় নতুন মন্ত্রীসভার সদস্যরা শপথ নিতে যাচ্ছে সোমবার।

এ উপলক্ষে রোববার (০৬ জানুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে তাদের দফতরও বণ্টন করে দেওয়া হয়েছে।

রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

ঘোষিত মন্ত্রিসভার তালিকায় চট্টগ্রাম অঞ্চল থেকে স্থান পেয়েছেন চারজন।

তারা হলেন- বান্দরবান আসনের সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ সিং, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ড. হাছান মাহমুদ, আনোয়ারার সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও কোতোয়ালী-বাকলিয়া আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বীর বাহাদুর উ শৈ সিং পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব, ড. হাছান মাহমুদ পেয়েছেন তথ্য মন্ত্রণালয়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলই সংসদে একমাত্র নতুন মুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।