ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, জানুয়ারি ৬, ২০১৯
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চট্টগ্রাম: মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল রফিক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আবদুল রফিক নোয়াখালী সদর থানার ফরিদাবাদ এলাকার মৃত জয়দুল মিয়ার ছেলে। খাগড়াছড়িতে ইটভাটায় তিনি শ্রমিক হিসেবে কাজ করতেন।

এসআই আজিজুল হক বলেন, আবদুল রফিক সকালে খাগড়াছড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।