bangla news

চুলার আগুনে পুড়লো ৫ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০১-০৬ ১২:৩১:৪৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম: চায়ের দোকানের চুলা থেকে আগুন লেগে সীতাকুণ্ডের ভাটিয়ারীর দক্ষিণ জাহানাবাদে ৫টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৬ জানুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দোকানের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কুমিরা ও আগ্রাবাদ স্টেশনের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫টি দোকান পুড়ে গেছে। এতে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।’

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
এসইউ/এসি/ টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-01-06 12:31:43