bangla news

প্যাকেটে আচারের বদলে ইয়াবা, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০১-০৫ ১০:৪৬:৪৪ এএম
ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী

ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আচারের প্যাকেটে ভরে পাচারের সময় ৮ হাজার ৫৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর সদস্যরা।

শনিবার (৫ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয় বলে বাংলানিউজকে জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

আটক দুইজন হলেন-মো. আফসার মিয়া (৩০) ও মোহাম্মদ আলগীর (৩০)।

মো. মাশকুর রহমান বলেন, ‘আচারের প্যাকেটে করে কৌশলে পাচারের সময় ইয়াবাসহ ওই দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।’

তাদের কাছ থেকে ইয়াবা ছাড়া নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এসকে/এসি/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম ইয়াবা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-01-05 10:46:44