ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘কার কী সমস্যা বলবেন, পাশে থাকবো’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৯, জানুয়ারি ৫, ২০১৯
‘কার কী সমস্যা বলবেন, পাশে থাকবো’ কম্বল বিতরণ করেন দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান।

চট্টগ্রাম: ‘আপনাদের কার কী সমস্যা আমাদের বলবেন। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব পাশে থাকবো। সুখে-দুঃখে সবসময় পাশে পাবেন। আমার বাবা ওসিয়ত করে গেছেন এলাকার মানুষের সেবা করতে।’

শুক্রবার (৪ জানুয়ারি) বিকেলে কম্বল নিতে আসা অসহায় মানুষদের উদ্দেশে এসব কথা বলেন মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্যসচিব ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান।

বাঁশখালী উপজেলার মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে হাজারো দুস্থ-অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গবেষক ড. মুহম্মদ মাসুম চৌধুরী, জহির উদ্দীন মোহাম্মদ বাবর, এমরানুল হক, ভিপি রায়হানুল হক চৌধুরী, তুষার, আকতার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।