ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বলিরহাটে মেলায় অগ্নিকাণ্ড, পুড়লো ১৩ দোকান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
বলিরহাটে মেলায় অগ্নিকাণ্ড, পুড়লো ১৩ দোকান

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন খাজা রোডের বলিরহাট এলাকায় ভ্রাম্যমাণ মেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩টি দোকান।

শুক্রবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা বাংলানিউজকে বলেন, ‘বলিরহাটের মুখে বসা অস্থায়ী মেলায় আগুন লেগে ১৩টি দোকানের মালামাল পুড়ে গেছে।

তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভোর ৪টার দিকে একটি দোকানে আগুন লাগে। পরে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

কালুরঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ’

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।