bangla news

আমি অভিভূত, জীবনে স্মৃতি হয়ে থাকবে: নওফেল

তপন চক্রবর্তী, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০১-০৩ ১০:৪৩:৪৬ পিএম
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চট্টগ্রাম: জাতির জনকের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের পার্লামেন্টারি বোর্ডে যেসব কথা বলেছেন তাতে আমি অভিভূত। এটি অনেক বড় পাওনা। যা আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জাতীয় সংসদে শপথ গ্রহণের পর অনুভূতি জানতে চাইলে বাংলানিউজকে এভাবেই বললেন কোতোয়ালী (চট্টগ্রাম-৯) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, সংসদের ধারা-উপধারা-বিধি জানার জন্য প্রধানমন্ত্রী সবাইকে বিশেষ করে তরুণদের লাইব্রেরি ওয়ার্ক করার জন্য বলেছেন।

শপথ নিচ্ছেন সংসদ সদস্যরা-ছবি-পিআইডিগণসংযোগকালে যেমন প্রার্থীরা জনগণের কাছাকাছি ছিলেন তেমনি শপথ নিয়েও জনগণের কাছে ফিরে যেতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, একজন আইন প্রণেতা হিসেবে চট্টগ্রামের উন্নয়ন ও সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়কে প্রাধান্য দেব আমি। যাতে সাধারণ মানুষ কষ্ট না পায়।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   চট্টগ্রাম
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2019-01-03 22:43:46