ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর এলাকায় ২টি টার্মিনাল নির্মাণ করা হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
বন্দর এলাকায় ২টি টার্মিনাল নির্মাণ করা হবে কুলগাঁও এলাকায় চসিকের টার্মিনাল প্রকল্পের জায়গা পরিদর্শন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগরের বন্দর টোল প্লাজা এলাকায় আরও দু’টি বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় টার্মিনাল নির্মাণের জায়গা পরিদর্শনকালে মেয়র একথা বলেন।

প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত টার্মিনাল এলাকায় ইমারত অথবা কোনো ধরনের অবকাঠামো নির্মাণের অনুমোদন কিংবা ছাড়পত্র না দেওয়ার জন্য  চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মেয়র।

এ সময় কাউন্সিলর মোহাম্মদ শাহেদ ইকবাল বাবু, সাবেক কমিশনার ফরিদ আহমদ চৌধুরী, আইইবি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, কামরুল ইসলাম, মনিরুল হুদা, ভূসম্পত্তি কর্মকর্তা এখলাছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, নগরে নির্দিষ্ট কোনো টার্মিনাল না থাকায় যানজট সৃষ্টি হচ্ছে।

এতে কর্মঘণ্টা নষ্ট হয়ে কোটি কোটি টাকার ক্ষতি হয়। বিষয়টি প্রাধান্য দিয়ে বাস-টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছি। এর বাইরে বন্দরের টোল প্লাজা এলাকায় আরও দু’টি বাস-ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।    

নগরে যানজট নিরসনে কুলগাঁও বালুছড়া এলাকায় ১৬ একর জায়গার ওপর অত্যাধুনিক বাস-ট্রাক টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে চসিক। জমি অধিগ্রহণ ও পরিবেশ ছাড়পত্র পেলেই প্রকল্পটি টেন্ডারে যাবে। আগামী ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।