ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নাজিম উদ্দীনের কবরে আ.লীগের শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩১, জানুয়ারি ৪, ২০১৯
নাজিম উদ্দীনের কবরে আ.লীগের শ্রদ্ধাঞ্জলি নাজিম উদ্দীনের কবরে আ.লীগের শ্রদ্ধাঞ্জলি

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিম উদ্দীনের ২৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জেয়ারত ও মোনাজাত করা হয়।

এ সময় উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সহ-সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জসিম উদ্দিন শাহ্, কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল আলম চৌধুরী, জাফর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরওয়ার চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা মোরশেদুল আলম চৌধুরী, যুবলীগ নেতা আবু লাইচ, শফিকুল আলম হেলাল, মো. এমরান মুহুরী, সোহরাব হোসেন সৌরভ, এরশাদুল্ল্যাহ মুন্না, আমিনুল ইসলাম মুন্না, রিমন মুহুরী, মোহাম্মদ আলী, মরহুমের পুত্র মনির উদ্দিন, আনিস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া নাজিম উদ্দীন স্মৃতি সংসদ চট্টগ্রাম বিভিন্ন কর্মসূচি গ্রহণ পালন করে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।