ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্র-গুলিসহ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, জানুয়ারি ১, ২০১৯
অস্ত্র-গুলিসহ ছিনতাইকারী গ্রেফতার অস্ত্র ও গুলিসহ গ্রেফতার মো. শাহাদাত হোসেন প্রকাশ সাজ্জাদ

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার জুবলী রোড এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ মো. শাহাদাত হোসেন প্রকাশ সাজ্জাদ (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জানুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

মো. শাহাদাত হোসেন প্রকাশ সাজ্জাদ পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার মো. ইসমাইলের ছেলে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে জুবলী রোড এলাকায় পুলিশের তল্লাশী চলাকালে একটি এলজি, দুইটি গুলি ও একটি মোবাইল সেটসহ ছিনতাইকারী মো. শাহাদাত হোসেন প্রকাশ সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী ও পটিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯ 
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।