ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভোট গণনা শুরু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ভোট গণনা শুরু প্রবর্তক স্কুল কেন্দ্রে চলছে ভোট গণনা। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল আটটা থেকে বিরতিহীন বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনার কাজ শুরু করেছেন নির্বাচন কর্মকর্তারা। প্রার্থীদের এজেন্টরাও উপস্থিত আছেন ভোট গণনার কার্যক্রমে।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে নগরের কোতোয়ালী আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম-১০ আসনের ভোটকেন্দ্র প্রবর্তক স্কুলে বিকেল চারটায় ভোট গ্রহণ সমাপ্ত ঘোষণা করে গণনার কাজ শুরু করেন কর্মকর্তারা।

এবার নগর কেন্দ্রিক ৬টি আসনের ফলাফল ঘোষণা করা হবে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম থেকে। জেলা কেন্দ্রিক ১০টি আসনের ফল ঘোষণা করা হবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।