ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রথম ভোটে তাদের ‘এক্সট্রা ফিলিংস’

সরওয়ার কামাল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
প্রথম ভোটে তাদের ‘এক্সট্রা ফিলিংস’ ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ এক নারীর। ছবি: সোহেল সরওয়ার

দক্ষিণ-উত্তর চট্টগ্রাম থেকে ফিরে: নতুন ভোটার হয়েছেন তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন জীবনের প্রথমবার। আগ্রহ আর উৎসাহ-উদ্দীপনায় নতুন ভোটাররা সকাল সকাল কেন্দ্রে চলে এসেছেন জীবনের প্রথম ভোট দেবেন বলে। কেন্দ্রগুলোতে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রোববার (৩০ ডিসেম্বর) চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নতুন ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা যেমন দেখা গেছে, তেমনি দেখা গেছে কিছুটা শঙ্কা।

সঠিকভাবে ভোট দিতে পারবেন কি না বা আদৌ ভোট দিতে পারবেন কি না এমন ভাবনার পরে নিজের জীবনের প্রথম ভোট দিতে পারার কারনে তাদের মধ্যে ‘এক্সট্রা ফিলিংস’ দেখা গেছে।

ভোটারদের লাইন।                                             <div class=

ছবি: সোহেল সরওয়ার" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/nv-bg20181230155237.jpg" style="margin:1px; width:100%" />নাদিয়া করিম (২৩) জীবনের প্রথম ভোট দিতে এসেছেন পটিয়ার লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ভোট দিয়ে হাসিমুখে বের হয়ে আসেন বুথ থেকে।

নাদিয়া করিম বাংলানিউজকে বলেন, ‘জীবনে প্রথম ভোট দিয়েছি। খুব ভালো লেগেছে। সবদিকে যেভাবে আতঙ্ক বিরাজ করছিল, টেনশনে ছিলাম নিজের ভোটটি দিতে পারবো কি না। শেষ পর্যন্ত নিজের ভোটটি দিতে পেরেছি। পছন্দের প্রার্থীকে দিয়েছি। ’

ভোটারকে আঙুলে কালি লাগিয়ে দেন পোলিং অফিসার।  ছবি: সোহেল সরওয়ারনাদিয়া করিমের মতো জীবনের প্রথম ভোট দিতে এসেছেন রবিউল হোসেন (১৮)। পটিয়ার আল্লাইওখারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকা রবিউল হোসেনের সঙ্গে কথা হয় বাংলানিউজের।

রবিউল হোসেন বাংলানিউজকে বলেন, ‘সকাল ৮টায় ভোট কেন্দ্রে চলে এসেছি। জীবনের প্রথম ভোট দিব। এটি এক্সট্রা একটা ফিলিংস। ’

কুয়াইশ-বুড়িশ্চর সম্মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছেন সাইদুল ইসলাম সাগর (১৯)। ভোট দিয়ে বের হয়ে সাইদুল ইসলাম সাগর বাংলানিউজকে বলেন, ‘জীবনের প্রথম ভোট দিতে দিয়েছি। ভোট দিতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করছে। ’

রাউজান নোয়াপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন।  ছবি: সোহেল সরওয়ারকুলগাঁও সিটি করপোরেশন কলেজ কেন্দ্রে জীবনের প্রথম ভোট দিয়েছেন মো. কামরুল হাসান, নোয়াপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন সাব্বির রহমানসহ অসংখ্য নতুন ভোটার। ভোট দিতে পেরে তাদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।

তবে নতুন ভোটার হয়ে জীবনের প্রথম ভোটটি দিতে পারেননি এমন অভিযোগও রয়েছে। পূর্ব বাকলিয়া এলাকার ভোটার মো. আবু সাঈদ বাংলানিউজকে বলেন, ‘জীবনের প্রথম ভোটটি দিতে পারিনি। এলাকার কিছু ছেলে আমাদের ভোট দিতে দেয় নি। কেন্দ্রে যেতে দেয় নি। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।