ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
পটিয়ায় বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী মো. এনামুল হক। ছবি: সোহেল সরওয়ার

পটিয়া থেকে ফিরে:  বিএনপির ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা ও মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন প্রার্থী মো. এনামুল হক। তবে অভিযোগ অস্বীকার করেছেন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে বাংলানিউজের কাছে তিনি এ অভিযোগ করেন।

মো. এনামুল হক বলেন, ‘পটিয়ার বিভিন্ন জায়গায় ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

কিছু কিছু জায়গায় মারধর করে বের করে দেওয়া হয়েছে। সালেহনুর কলেজে বিএনপি এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে।

বিএনপি প্রার্থী মো. এনামুল হক বলেন, ‘লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমার নির্বাচনী এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। তাকে চড়-থাপ্পড় মেরে স্কুলের পেছনে নিয়ে বসিয়ে রাখা হয়েছে। ’

লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি প্রার্থী মো. এনামুল হক।  ছবি: সোহেল সরওয়ারতবে এমন কোনো অভিযোগ পাননি বলে দাবি করেছেন লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইজিং অফিসার সরফরাজ খান।

সরফরাজ খান বাংলানিউজকে বলেন, ‘বিএনপি প্রার্থীর কোনো এজেন্ট সকালে আসেন নি। কেউ কেন্দ্রে প্রবেশে বাধা দিয়েছে এমন অভিযোগও পাইনি। ’

সকাল সাড়ে ৮টায় লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটরদের উপস্থিতি চোখে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।