ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম: ভোট উৎসব শুরুর প্রাক্কালেই বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) ভোররাতে সদর পৌরসভার বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বাংলানিউজকে বলেন, দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহমদ কবির (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন।

তিনি কাথারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। লাশ উদ্ধার করা হয়েছে।
তবে নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম জেলায় ১ হাজার ৩০২টি ভোটকেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আসনের তালিকায় আছে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা), বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম (আপেল)।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।