ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নৌকা প্রতীকের প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

সরওয়ার কামাল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
নৌকা প্রতীকের প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন আওয়ামী লীগের লোগো ও নৌকা প্রতীক

চট্টগ্রাম: রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট উৎসব। চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৫ আসনে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা অংশ নিচ্ছেন নৌকা প্রতীকে। বাকি একটি আসনে মহাজোটের প্রার্থী অংশ নিচ্ছেন লাঙল প্রতীকে।

১৬ আসনে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা কে কোথায় নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন তা নিয়ে বাংলানিউজের এ আয়োজন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সকাল ৮টায় ভোট দেবেন উত্তরধুম দৌলত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী নজিবুল বশর মাইজভাণ্ডারী সকাল ৮টায় ভোট দেবেন আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান মিতা সকাল ৮টায় ভোট দেবেন পূর্ব কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দিদারুল আলম সকাল ৯টায় ভোট দেবেন কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মহাজোটের লাঙল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সকাল ৯টায় ভোট দেবেন ছাদেক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী সকাল ৮টায় ভোট দেবেন গহিরা এ জে ওয়াই এম এস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. হাছান মাহমুদ সকাল ৮টায় ভোট দেবেন পদুয়া সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী মইনুদ্দীন খান বাদল সকাল ৯টায় ভোট দেবেন সারোয়াতলী নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সকাল ৮টায় বাবা এবিএম মহিউদ্দীন চৌধুরীর কবর জেয়ারত শেষে ভোট দেবেন চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউ কেন্দ্রে।

চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. আফছারুল আমীন সকাল ৮টায় ভোট দেবেন দক্ষিণ কাট্টলী প্রাণহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এমএ লতিফ সকাল সাড়ে ১০টায় ভোট দেবেন বারিক মিঞা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সামশুল হক চৌধুরী সকাল ৮টায় ভোট দেবেন রশিদাবাদ আরফ করিম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সকাল ৮টায় ভোট দেবেন হাইলধর বশিরুজ্জামান চৌধুরী স্মৃতি শিক্ষা কেন্দ্র কেন্দ্রে।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী সকাল ১০টায় ভোট দেবেন মধ্য কাঞ্চনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী সকাল ৮টায় ভোট দেবেন বাবুনগর প্রি-সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী সকাল ৯টায় ভোট দেবেন সরল ইউনিয়নের জালিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

শনিবার (২৯ ডিসেম্বর) রাতে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের ব্যক্তিগত সহকারীরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।