ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে নৌকার সমর্থনে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
সীতাকুণ্ডে নৌকার সমর্থনে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী প্রতীকী

চট্টগ্রাম: সীতাকুণ্ড (চট্টগ্রাম-৪) আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী দিদারুল কবির।

শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি এ ঘোষণা দেন।

ফলে এ আসনে এখন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার প্রার্থী বর্তমান এমপি দিদারুল আলম ও ধানের শীষের প্রার্থী বিএনপির আসলাম চৌধুরীর মধ্যে।

এ আসনের অন্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মুহাম্মদ আশরাফ হোসাইন (মোমবাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোজাম্মেল হোসেন (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের সামছুল আলম হাসেম (হাতপাখা)।

আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলম বাংলানিউজকে জানান, জাতীয় পার্টির প্রার্থী দিদারুল কবির নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

তিনি জাতীয় পার্টির নেতা-কর্মীসহ সীতাকুণ্ডবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সীতাকুণ্ড আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৪৫০ ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৭৭৮।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।