ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আফছারুল আমীনের জন্য ভোট চাইলেন মেয়র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪২, ডিসেম্বর ২৮, ২০১৮
আফছারুল আমীনের জন্য ভোট চাইলেন মেয়র আফছারুল আমীনের জন্য ভোট চাইলেন মেয়র

চট্টগ্রাম: ডবলমুরিং-পাহাড়তলী (চট্টগ্রাম-১০) আসনের নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের জন্য ভোট চেয়ে প্রচারণা চালিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ওই এলাকার সরাইপাড়া, সাগরিকা, হালিশহরসহ একাধিক এলাকায় প্রচারণায় অংশ নেন।

এসময় মেয়র ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিন।

চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রী নিজে নিয়েছেন। এখন আপনাদের দায়িত্ব উন্নয়নের প্রতি দায়বদ্ধ থাকা।

কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরীর নেতৃত্বে পরিচালিত প্রচারণায় উপস্থিত ছিলেন সমাজসেবক ফরিদ আহমেদ চৌধুরী, তাজুল ইসলাম বাবুল, সাবেক ছাত্রনেতা জাহিদ হোসেন, ডা. সুমন তালুকদার, ফয়সাল চৌধুরী, ফরহাদ মোস্তফা, জাবেদ চৌধুরী, কেন্দীয় যুবলীগ নেতা আরিফুর রহমান, মহানগর যুবলীগ নেতা আবুল হাসেম আফগানি, বাবলু দাশ, মো. জালাল, ইসমাইল, সুজন সর্ববিদ্যা জামসেদ, এসএম জনি, ফারুক, শ্রমিকলীগ নেতা ফোরকান, মহানগর ছাত্রলীগ নেতা শোম্য শান্ত, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরমান, সুমন, মহিলা আওয়ামীলীগ নেত্রী সুপ্তি তলাপাত্র, নাগরিস আক্তার নিরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮

এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।