ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম জুড়ে র‌্যাবের টহল জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
চট্টগ্রাম জুড়ে র‌্যাবের টহল জোরদার বিভিন্ন এলাকায় র‌্যাবের তল্লাশী। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘অপ্রীতিকর’ পরিস্থিতি মোকাবেলায় পুরো চট্টগ্রাম জুড়ে টহল জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী চট্টগ্রাম নগরসহ জেলার বিভিন্ন উপজেলায় টহল ও তল্লাশী জোরদার করে র‌্যাব।

প্রতি আসনে একজন অফিসারের নেতৃত্বে র‌্যাবের দুইটি করে টহল টিম কাজ করছে বলে বাংলানিউজকে জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

তিনি জানান, এছাড়া গুরুত্বপূর্ণ উপজেলায় একজন অফিসারের নেতৃত্বে র‌্যাবের চারটি করে টহল টিম কাজ করছে।

র‌্যাবের টহল।                                             <div class=

ছবি: বাংলানিউজ" src="https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/RAB-BG-120181227212951.jpg" style="margin:1px; width:100%" />পটিয়া আসনের দায়িত্বপ্রাপ্ত র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বাংলানিউজকে বলেন, ‘দিনব্যাপী পটিয়ায় টহল ও তল্লাশী জোরদার করা হয়েছে। ’

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফেটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, ‘নির্বিঘ্নে নির্বাচন আয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে কাজ করছে র‌্যাব। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও তিন পার্বত্য জেলায় র‌্যাব সদস্যরা কাজ করছে। ’

মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সাতটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাঁচটি স্থায়ী ক্যাম্প রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে র‌্যাব। ’

এদিকে র‌্যাব সূত্র জানায়, সীতাকুণ্ড, ফটিকছড়ি, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশসহ কয়েকটি উপজেলা ঘিরে বাড়তি প্রস্তুতি নিয়েছে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad