ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শোভনদন্ডীতে সামশুল হক চৌধুরীর গণসংযোগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩১, ডিসেম্বর ২৬, ২০১৮
শোভনদন্ডীতে সামশুল হক চৌধুরীর গণসংযোগ শোভনদন্ডীতে গণসংযোগ করেন সামশুল হক চৌধুরী

চট্টগ্রাম: পটিয়ার শোভনদন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী ওই এলাকায় গণসংযোগ করেন তিনি।

এ সময় সামশুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন অভাবনীয় ধারায় পরিচালিত হয়েছে।

যা অব্যাহত রেখে দেশকে সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে নিতে হবে। শেখ হাসিনার সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দিন বদল হয়েছে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ও উন্নয়নের রাজনীতির মাধ্যমে মানুষের জীবনমানের উন্নতি হয়েছে।
বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি। এখন সময় সবাইকে সাথে নিয়ে সমৃদ্ধির পথে সরকারের এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়া। ’

আগামি ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে সরকারের এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান সামশুল হক চৌধুরী।

গণসংযোগকালে সামশুল হক চৌধুরীর সঙ্গে ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী চেমন আরা তৈয়ব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, আওয়ামী লীগ নেতা ডা. তিমির বরণ চৌধুরী, অ্যাডভোকেট আবদুর রশিদ, বিজন চক্রবর্তী, নাছির আহমদ, মো. নাছির, ইউপি চেয়ারম্যান এহসানুল হক, উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর খালেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।