ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের নতুন কৌশল জাল টাকার মামলা : সুফিয়ান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
পুলিশের নতুন কৌশল জাল টাকার মামলা : সুফিয়ান সংবাদ সম্মেলন বক্তব্য দেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নাশকতার মামলা নয়, এবার বিএনপি নেতাকর্মীদের জাল টাকার মামলায় পুলিশ গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।

রোববার (২৩ ডিসেম্বর) বেলা ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

আবু সুফিয়ান বলেন, চান্দগাঁও থানা, বায়েজিদ বোস্তামি থানা ও বোয়ালখালী থানায় সম্প্রতি রুবেল ও ইসকান্দরসহ বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়েছে।

তাদের কাউকে মোবাইল চুরির মামলা আর কাউকে জাল টাকার মামলায় গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়ে বায়েজিদ থানার ওসি আতাউর রহমান খন্দকার বাংলানিউজকে বলেন, আবু সুফিয়ান সাহেবের অভিযোগ সত্য নয়।

সংবাদ সম্মেলনে আবু সুফিয়ান বলেন, ১৭ ডিসেম্বর থেকে এ পর্যন্ত ৩বার আমার বাসায় হামলা করা হয়েছে। শনিবারও হামলা করে বেশ কয়েকটি মোটর সাইকেল ও বাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে। আমি আমার জীবন নিয়ে খুব সংশয়ে আছি। নিজের নিরাপত্তা চেয়ে চান্দগাঁও থানায় জিডিও করেছি।

তিনি বলেন, হামলা-মামলা ও গ্রেফতার চালিয়েও আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবে না। শেষ পর্যন্ত নির্বাচনে থেকে গণতন্ত্র মুক্ত করবো।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।