ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জলাবদ্ধতা মুক্ত নগর গড়তে ধানে ভোট চাইলেন নোমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
জলাবদ্ধতা মুক্ত নগর গড়তে ধানে ভোট চাইলেন নোমান গণসংযোগকালে বক্তব্য দেন আবদুল্লাহ আল নোমান

চট্টগ্রাম: জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম গড়তে ধানের শীষ মার্কায় ভোট চাইলেন চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরের খুলশীতে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নোমান বলেন, আওয়ামী লীগের উন্নয়নের নমুনা হচ্ছে জলাবদ্ধতা, সন্ত্রাস, খুন, মাদক ও রাস্তা-ঘাটের বেহাল দশা।

চট্টগ্রাম ১০ আসনে এক পশলা বৃষ্টি হলেই উত্তর আগ্রাবাদ, শুলকবহর ও বৃহত্তর হালিশহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় এমনভাবে পানি জমে নৌকা নিয়ে চলাচল করতে হয়।

পরে আবদুল্লাহ আল নোমান ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের খুলশী, আমবাগান, ওয়ার্রলেস, ঝাউতলা ও মুরগী ফার্ম এলাকায় গণসংযোগ করেন। তিনি এসময় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন ও ধানের শীষে ভোট চান।

উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহ-সভাপতি অ্যাড.আবদুস সাত্তার সরোয়ার, যুগ্ম সম্পাদক আহেমেদুল আলম রাসেল, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জিয়া, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।