ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে ইসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে ইসি

চট্টগ্রাম: প্রার্থীদের পোলিং এজেন্ট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ভোটকেন্দ্রের ইনচার্জদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া পুলিশের কেন্দ্র ইনচার্জ ও চট্টগ্রামের ৩২টি থানার ওসিদের প্রশিক্ষণ দেওয়া হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতি প্রার্থীর ৫ জন পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে প্রশিক্ষণপ্রাপ্তরা অন্য পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবে।

 এজন্য পোলিং এজেন্টদের নামের তালিকা তৈরির কাজ চলছে।

রোববার (২৩ ডিসেম্বর) থানার ওসি ও কেন্দ্র ইনচার্জদের প্রশিক্ষণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে জানিয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বলেন, চট্টগ্রামের ১ হাজার ৮৯৯টি কেন্দ্রের ইনচার্জ ও ওসিদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

‘চট্টগ্রাম জেলার ১৬ সংসদীয় আসনে ১০ হাজার ৮৮৭টি ভোটকক্ষ (বুথ) রয়েছে। প্রতি বুথে প্রার্থীদের একজন করে পোলিং এজেন্টে থাকবে। তবে এত সংখ্যক এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব নয়। এজন্য চট্টগ্রামের ১১৪ জন প্রার্থীর ৫৭০ জন পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া হবে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘পোলিং এজেন্টদের নাম নেওয়া হয়েছে। তালিকা তৈরির কাজ চলছে। তবে এখনো প্রশিক্ষণের তারিখ নির্ধারণ করা হয়নি। ’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ভোটার সংখ্যা ৫৬ লাখ ৩৬ হাজার ২৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ১১ হাজার ২১৬ ও নারী ভোটার ২৭ লাখ ২৫ হাজার ৩৮ জন।

দশম সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ভোটার সংখ্যা ছিল ৪৯ লাখ ২২ হাজার ৪৭৭ জন। পুরুষ ভোটার ২৫ লাখ ১৪ হাজার ৫৭৫ ও নারী ভোটার ২৪ লাখ ৭ হাজার ৯০২ জন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।