ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাণী কুমার চৌধুরী আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
বাণী কুমার চৌধুরী আর নেই

চট্টগ্রাম: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক বাণী কুমার চৌধুরী পরলোকগমন করেছেন।

শুক্রবার (২১ ডিসেম্বর) ভোর ৫টা ৫০মিনিটে নগরের পি কে সেন সাত তলা গলি এলাকার বাসভবনে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে বাণী কুমার চৌধুরীর বয়স ছিল ৭০ বছর।

তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. চন্দন দাশ বাংলানিউজকে বলেন, শুক্রবার বিকাল ৩টায় মরদেহ বলুয়ারদীঘি মহাশ্মশানে আনা হলে সেখানে সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা জানান।

প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর বলুয়ারদীঘি মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত‍্য সম্পন্ন হয়।

সংগীত শিক্ষক বাণী কুমার চৌধুরী উদীচী চট্টগ্রাম জেলা কমিটির সাবেক সদস‍্য ও বোয়ালখালী উদীচীর অন‍্যতম প্রতিষ্ঠাতা। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত এই গীতিকার অসংখ্য কালজয়ী গানে সুর দিয়েছেন। এছাড়া বিভিন্ন নাটকেও সংগীত পরিচালনা করেছেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে উদীচী কেন্দ্রীয় ও চট্টগ্রাম জেলা কমিটি, মাসিক জ্যোতির্ময়, খেলাঘরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।