ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচিত হলে ৫ বিষয়ে প্রাধান্য দেবেন নওফেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
নির্বাচিত হলে ৫ বিষয়ে প্রাধান্য দেবেন নওফেল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম:  নির্বাচিত হলে পাঁচটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন তিনি।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে আওয়ামী লীগের দলীয় ইশতেহার ঘোষণা করা হয়েছে।

দলীয় ইশতেহারই আমার নির্বাচনী ইশতেহার। দলীয় প্রার্থী হিসেবে এর বাইরে যাওয়া সমীচীন নয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  ছবি: বাংলানিউজতিনি বলেন, ‘যদি আমি নির্বাচিত হই-কিছু বিষয় প্রাধান্য দেবো। একজন জনপ্রতিনিধির মূল কাজ আইন প্রণয়ন করা। নাগরিক সেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে জনগণের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে কাজ করবো। সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবো। সরকারি কাজে জবাবদিহিতা থাকলে জনগণ উৎফুল্ল থাকে। চট্টগ্রামকে ঘিরে যেসব মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নে কাজ করবো। আমাদের নারী সমাজের সুযোগ-সুবিধা বৃদ্ধি, ক্ষমতায়ন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য কাজ করবো। সকল ধর্মের মানুষের সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করবো। চট্টগ্রাম বন্দর ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এখন আমাদের ঢাকায় দৌড়াতে হয়, তাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণে কাজ করবো। ’

নওফেল বলেন, ‘অবকাঠামো থাকলে হবে না, ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কাজ করতে হবে। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে এর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আমরা সবাই যদি সচেষ্ট হই, নিশ্চই চট্টগ্রামে অর্থনৈতিকভাবে পরিবর্তন আসবে। ’

নওফেল বলেন, ‘এই পাঁচ বিষয় আমি প্রাধান্য দেব। ইশতেহারে বলা আছে আগামির বাংলাদেশ কেমন হবে। চট্টগ্রামের স্বপ্ন, উন্নত চট্টগ্রামের স্বপ্ন শেখ হাসিনার ইশতেহারে সন্নিবেশিত আছে। ’

শেখ হাসিনা দার্শনিক রাষ্ট্রনায়ক

শেখ হাসিনা এখন দার্শনিক রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

নওফেল বলেন, ‘শেখ হাসিনা এখন দার্শনিক রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন। বাংলাদেশের কোন জায়গায় কী প্রাকৃতিক সম্পদ আছে সেটা গবেষণা করে তিনি নীতি প্রণয়ন করছেন। শেখ হাসিনা জানেন-বৃহত্তর চট্টগ্রাম সম্পদে ভরপুর একটি অঞ্চল। চট্টগ্রাম থেকে পাঁচজনকে ইশতেহার প্রণয়ন কমিটিতে রেখেছেন। তাদের মাধ্যমে চট্টগ্রামের বিষয়টি যেন প্রতিফলিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত, চট্টগ্রাম-৯ আসন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সদস্য সচিব জহিরুল আলম দোভাষ, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, উপ-দফতর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।