ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নুরুল আলম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
রাঙ্গুনিয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই: নুরুল আলম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মো. নুরুল আলম। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় (চট্টগ্রাম-৭) ৭০-৮০ শতাংশও লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. নুরুল আলম।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ মন্তব্য করেন।

তিনি যখন ক্লাবের ভেতরে সংবাদ সম্মেলন করছিলেন তখন ড. হাছান মাহমুদ চলচ্চিত্র তারকাদের সঙ্গে বাইরে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

তিনি বলেন, গত দুই দিন রাঙ্গুনিয়ার পদুয়ার ৬০ ভাগ এলাকায় গণসংযোগ করেছি। হোসনাবাদে গেলে কিছু ছাত্র-তরুণ বাধা হয়ে দাঁড়ায়।

ধমক দিয়ে গণসংযোগ বন্ধ করার চেষ্টা করে। ৬৫ বছর বয়স আমার। লাঠিসোঁটা নিয়ে তারা এসেছিল।

তিনি বলেন, ৪২ বছর রাজনীতি করেছি। পঞ্চমবারের মতো নির্বাচন করছি। এবারই প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেও কোনো প্রতিকার পাচ্ছি না। প্রতিকারের উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ৯০ ভাগ। লেভেল প্লেয়িং ফিল্ড নেই রাঙ্গুনিয়ায়। আমার জন্য ন্যূনতম স্পেস নেই। ওয়ারেন্টে নেতা-কর্মীদের গ্রেফতার করছে। ইয়াবা, অস্ত্র দিয়ে চালান দেওয়া হয়েছে। তবুও আমি নির্বাচন করবো।

এ সময় বিএনপি নেতা মো. মহসিন, সামশুল আলম, উদয় কুসুম বড়ুয়া, এসকেএম আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।