ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নাসিরাবাদ, মহসিন ও সিটি গার্লস স্কুলে ভর্তি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
নাসিরাবাদ, মহসিন ও সিটি গার্লস স্কুলে ভর্তি পরীক্ষা ফাইল ছবি

চট্টগ্রাম: নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বুধবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টায় এসব স্কুলের ৫ম ও ৮ম শ্রেণির এবং দুপুর ২টা থেকে ৪টায় ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও খবর>>
** 
কলেজিয়েট, খাস্তগীর ও বাকলিয়া স্কুলে ভর্তি পরীক্ষা

নগরের ৯ সরকারি স্কুলের মধ্যে খ গ্রুপের অন্তর্ভুক্ত এ তিন স্কুলের ৫ম, ষষ্ঠ ও ৮ম শ্রেণির ৮৭৫টি আসনের বিপরীতে ১২ হাজার ৫৬২ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে।

এর মধ্যে বুধবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১১ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। সে হিসেবে খ গ্রুপের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৬৪৪ জন।

নাসিরাবাদ স্কুলে পরীক্ষার্থী ৭৩০৩, অনুপস্থিত ৩৬৩ জন:

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ফরিদুল আলম হোসাইনী বাংলানিউজকে জানান, এবার স্কুলের ৫ম শ্রেণিতে ১৬০টি আসনের বিপরীতে ২ হাজার ৫৯৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী।

তিনি জানান, ষষ্ঠ শ্রেণিতে ১৮৫টি আসনের বিপরীতে ৩ হাজার ৫৫৩ জন শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৩৯৭ জন শিক্ষার্থী। ৮ম শ্রেণিতে ৮০টি আসনের বিপরীতে ১ হাজার ১৫১ জন শিক্ষার্থী আবেদন করে। অংশ নেয় ১ হাজার ৮৮ জন শিক্ষার্থী।

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ছাড়াও নগরের চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি মুসলিম হাই স্কুল কেন্দ্রে ভর্তি পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় বলে জানান এম ফরিদুল আলম হোসাইনী।

মহসিন স্কুলে পরীক্ষার্থী ২৩৯২, অনুপস্থিত ১৪৩ জন:

হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতি কণা চৌধুরী বাংলানিউজকে জানান, স্কুলের ৫ম শ্রেণিতে ১৬০টি আসনের বিপরীতে ২ হাজার ২ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে। ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণির ১০টি আসনে ৩৯০ জন শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষায় অংশ নেয় ৩২০ জন শিক্ষার্থী।

হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় ছাড়াও ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।

সিটি গার্লস স্কুলে পরীক্ষার্থী ২৮৬৭, অনুপস্থিত ১৩৮ জন:

সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ৫ম শ্রেণিতে ২৪০টি শূন্য আসনের বিপরীতে ২ হাজার ৫৫২ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৪৩০ জন শিক্ষার্থী। ৮ম শ্রেণির ৪০টি শূন্য আসনের বিপরীতে ৩১৫ জন শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষায় অংশ নেয় ২৯৯ জন শিক্ষার্থী।

সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও নগরের চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় বলে জানান তিনি।

গ গ্রুপের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার:

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) গ গ্রুপের অন্তর্ভুক্ত মুসলিম হাই, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালিকা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আসন বিন্যাস:

গ গ্রুপের আসন বিন্যাসবাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।